টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ট্র্যাব আয়োজিত ‘ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড’ ২০২৫ -এ বেস্ট এক্টরে ভূষিত হয়েছেন অভিনেতা হুমায়ুন কাবেরী।
গত সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ট্র্যাব আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হুমায়ুন কাবেরী ছাড়াও ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি, চলচ্চিত্র অভিনেতা ডন হক, চিত্রনায়িকা নিঝুম রুবিনা, অভিনেতা শিবা শানু, গায়ক শাহরিয়ার রাফাত, মঞ্চ অভিনেতা এরশাদ হাসান।
এছাড়াও পুরস্কার পেয়েছেন– রাশেদ মামুনু রহমান, ইথুন বাবু, সকাল আহমেদ, মো. লিয়াকত আলী, মারিয়া শিমু, সাইফুল হাফিজ খান, শাওন আশরাফ, জুলফিকার চঞ্চল, রেজাউল রাজু, শৌর্য দীপ্ত সূর্য, আশিক বন্ধু, সাঈদ রহমান, পুষ্পেন রায়, আলহাজ মো. হাফিজ উল্লাহ, মোহাম্মদ উল্লা প্রধান, কামরুন নাহার, নূর মোহাম্মদ, মাওলানা এম এ কুদ্দুস, মোল্লা মো. নাসির আহমেদ, মো. মহিউদ্দিন শাহীন, মো. আনোয়ার হোসেন, মুজিবুর রহমান, শাহজাহান মোল্লা, মানিক হাসান, মো. ইয়া মূসা ও মো. কাউছার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে বিভিন্ন সংস্কৃতিকর্মীসহ অনেক সাংবাদিকদের ভূমিকা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেক সংস্কৃতিকর্মী আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন। তারা তাদের দায়িত্ব ভুলে ফ্যাসিবাদের সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, সংস্কৃতির বিকাশের জন্য মুক্ত গণমাধ্যমের প্রয়োজন আছে। বিগত সময়ে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাও ছিল না। আমরা আশা করি, বাংলাদেশে নতুন যে অবস্থান তৈরি হয়েছে, সেখানে সংস্কৃতির বিকাশ ঘটবে। বাংলাদেশে যে একটা অসুস্থ ধারা ছিল, সেখান থেকে সংস্কৃতিকর্মীরা বেরিয়ে আসবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন– এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শামীমা আক্তার রুবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা।
উল্লেখ্য, হুমায়ুন কাবেরী ছোট বেলা থেকেই অভিনয় নাচ গানের চর্চা করেন, তাঁর ছোট বেলা থেকেই লেখা লেখির চর্চা ছিলো। অসংখ্য ছড়া কবিতা রম্য নাটক রচনা করেছেন। লেখা পড়ার পাশা পাশি তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে নাটকের অভিনয়ের উপর দুই বছরের কোর্চ সফলতার সাথে সর্ম্পূন করেন এবং সার্টিফিকেট অর্জন করেন।
এক সময়ের বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “শুভেচ্ছা”, “অন্যরকম” সহ অনেক ম্যাগাজিন অনুষ্ঠানে কাবেরী রম্য নাটিকা লেখেন এবং অভিনয় করেন।
হুমায়ুন কাবেরী স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক ও নাটকে অভিনয় করে বন্ধু ও শিক্ষদের মহলে ছিলেন জনপ্রিয়।
হুমায়ুন কাবেরী খুলনা নাটকের সংগঠন খুলনা “মঞ্চ কথা” থিয়েটারে অভিনয় চর্চা করেন এবং সফলতার সাথে অনেক মঞ্চ নাটকে অভিনয় করেন। পরে ৯০ সালে ঢাকায় চলে আসেন, ঢাকা এসে “ঢাকা মঞ্চ” নামে থিয়েটারে যোগ দেন এবং প্রচুর মঞ্চ নাটকে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন। ৯০ সাল থেকে হুমায়ুন কাবেরীর কৌতুকের অডিও ক্যাসেট সঙ্গীতার ব্যানারে বাজারে আসেন এবং প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। আজকের প্রেম, ইয়ারর্কি, চিৎপটাং, বুড়ো খোকা, ডিস্কো ফকির সহ অসংখ অ্যালবাম বাজারে এসেছে। কমেডি অভিনেতা হিসাবে হুমায়ুন কাবেরী জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে সিরিয়াস চরিত্রে অভিনয় করে অনেক সুনাম অর্জন করেছেন।
‘স্বপ্নের পিছে ঘোরা’ নামক একটি নাটকে হুমায়ুন কাবেরী কেন্দ্রিয় চরিত্রে তখন কার লাক্স ফটো সুন্দরী প্রতিযোগীতায় ১ম হওয়া কুসুম সিকদারের বিপরীতে অভিনয় করে বহুল জনপ্রিয়তা পেয়েছিলেন, নাটকটি হুমায়ূন কাবেরীরর লেখা ছিলো। নাটকটি দিগন্ত টিভিতে ঈদের বিশেষ নাটক হিসাবে প্রচারিত হয়েছিলো।
হুমায়ুন কাবেরী অভিনেতা হিসাবে ৯০ সাল থেকে প্রচুর নাটকে অভিনয় করে আসছেন। তাঁর লেখা প্রচুর নাটকে অনেক নন্দিত অভিনেতারা অভিনয় করেছেন। এক সময়ের বিটিভির জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছা, অন্যরকম, হুমায়ূন কাবেরী রচনা করতেন। বর্তমানে হুমায়ুন কাবেরী বাংলাদেশ টেলিভিশনের ও বাংলাদেশ বেতারের (এ গ্রেটের) তালিকা ভুক্ত অভিনয় শিল্পী এবং নাট্যকার।
হুমায়ুন কাবেরী বর্তমানে নাট্যকার সংঘ,বাংলাদেশ ডিরেক্টর গিল্ড ও বাংলাদেশ টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ এর সিনিয়র মেম্বার।
হুমায়ূন কাবেরী প্রচুর খন্ড নাটক,টেলিফ্লিম ও ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন, ডকুমেন্টারী, বায়গ্রাফি, রচনা ও পরিচালনা করছেন এবং নিয়মিত নাটকে অভিয়ন সুনামের সাথে করে আসছেন।
বিটিভিতে হুমায়ুন কাবেরীর গ্রন্থানা পরিকল্পনা ও উপস্থাপনায় একটি বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ বর্তমান ‘ নামে পাশ হয়েছে মাসিক ।
এছাড়াও হুমায়ুন কাবেরী বর্তমানে এস এস সি ৯৩ ব্যাস এর বন্ধুদের একটি আই পি টিভি “চ্যানেল ৯৩” নামে টিভি টির উদ্যোক্তা ও ডি এম ডি র দায়িত্ব পালন করছেন।