প্রেসিডেন্ট শহীদ জিয়াকে নিয়ে গাইলেন রুমী সরকারপ্রেসিডেন্ট শহীদ জিয়াকে নিয়ে গাইলেন রুমী সরকার

বরেণ্য সংগীতশিল্পী রুমী সরকারের কণ্ঠে নতুন একটি দেশপ্রেমমূলক গান প্রকাশিত হয়েছে। ‘ও ভাই সোনার বাংলায় সোনার ছেলে শহীদ জিয়াউর রহমান’ শিরোনামের এই গানটি ইউটিউব চ্যানেল রুপালী-তে গত রবিবার (২৭ জুলাই) প্রকাশিত হয়েছে। মহান মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীরত্বগাথা ও দেশপ্রেমকে শ্রদ্ধাভরে স্মরণ করেই গানটি নির্মাণ করা হয়েছে। এর গীতিকার ও সুরকার আলম দেওয়ান এবং সঙ্গীত আয়োজন করেছেন এইচ.আর লিটন।

এ প্রসঙ্গে বাউল শিল্পী রুমী সরকার বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু মাত্র একজন রাষ্ট্রনায়কই নন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা যার হাত ধরে স্বাধীনতার ঘোষনা আসে। এই গান তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসার নিবেদন। 

রুমী সরকার আরো বলেন, গানটির পিছনে অনেক বড় অবদান রয়েছে যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম.এ মালেক ভাই।

রাজনীতি বিশ্লেষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করেন এ ধরনের গানের উদ্যোগ তরুন প্রজন্মকে জাতীর ইতিহাসে শহীদদের অবদানের বিষয়ে সচেতন করতে সহায়ক হবে।

রুমী সরকার মূলত একজন বাউল শিল্পী, এবং তার গানগুলোর মধ্যে “বিচ্ছেদ গান” বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন পালা গানও গেয়েছেন, যেমন “পালা গান গুরু শিষ্য”। তার গানগুলোতে সাধারণত প্রেম, বিচ্ছেদ, এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বাউল শিল্পী রুমী সরকার এমন গানও গেয়েছেন, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।