এই প্রজন্মের গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিলেন ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের চ্যাম্পিয়ন, মেধাবী গায়িকা পাখি বাউলিয়ানা। গানের সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ তুর্য।
ফোক ঘরানার এই গানটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সুরের আদলে তৈরি। গানের কথা ও সুর সাজানো হয়েছে গ্রাম বাংলার আবহে। গানটি প্রকাশ করছে স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস।
গান প্রসঙ্গে পাখি বাউলিয়ানা বলেন, “গানটি শুনেই আমার পছন্দ হয়েছিল। তাই গাইতে দ্বিধা করিনি। জাবের আহমেদ ভাইকে ধন্যবাদ এতো সুন্দর একটি গানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর সবার ভালো লাগবে।”
গীতিকার-সুরকার যাযাবর পলাশ জানান, “পাখি বাউলিয়ানার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যা আশা করেছিলাম তার চেয়ে ভালো গেয়েছে। দারুণ একটি গান আসছে।”
গ্লোবাল প্লাসের কর্ণধার জাবের আহমেদ বলেন, “পাখি অনেক ভালো গান গায়, ওর কণ্ঠ আমার ভীষণ ভালো লাগে। তাই তাকে নিয়ে কাজ করেছি। আশা করি ভালো কিছু হবে।”
নতুন এই গানটি মিউজিক ভিডিওসহ শীঘ্রই গ্লোবাল প্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।