প্রকাশ পেল প্রিয়া অনন্যা-লিটন'র 'রঙ্গিলা কইতর'প্রকাশ পেল প্রিয়া অনন্যা-লিটন'র 'রঙ্গিলা কইতর'

এ সময়ের মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘রঙ্গিলা কইতর’ শিরোনামের মিউজিক ভিডিওটি ফ্ল্যাশ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। 

রনক রায়হান এর কথা ও সুরে সঙ্গীত আয়োজন করেছেন এন এ ফরহাদ। কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী আকাশ মাহমুদ ও শাহনাজ রহমান স্বীকৃতি। প্রিয়া অনন্যার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আমিনুর ইসলাম লিটন। গানটিতে ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান। গানটিতে কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেল্লাল।

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, ‘রঙ্গিলা কইতর’ শিরোনামে গানটি অসাধারণ রোমান্টিক গান। আমি আর লিটন ভাইয়ের সঙ্গে প্রথমবারের মত কাজ করলাম, খুব ভালো লেগছে। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।

এ প্রসঙ্গে অভিনেতা আমিনুর ইসলাম লিটন বলেন, গানের কথা গুলো ভালো লাগছে কন্ঠশিল্পী আকাশ মাহমুদ ও স্বীকৃতির গাওয়া গানটি দারুণ হয়েছে । আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা।

নির্মাতা নাজমুল ইভান বলেন, ‘রঙ্গিলা কইতর’ আকাশ মাহমুদ ও স্বীকৃতি’র গাওয়া গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যা ও আমিনুর ইসলাম লিটনের রসায়নটা দারুণ ছিলো। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।